আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের দোরগোড়ায় নির্বাচনী তথ্য পৌঁছে দিতে ‘স্মার্ট’ উদ্যোগ নিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি। এখন থেকে ভোটাররা মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং গুগল প্লে-স্টোর থেকে ‘Smart Voter Info BD’ অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
* পদ্ধতি: অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলেই তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত ডিজিটাল ভোটার স্লিপ প্রদর্শিত হবে।
* সুবিধা: এর ফলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটার নম্বর খোঁজার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন:> “প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত সঠিক তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এটি শুধু প্রচারণার অংশ নয়, বরং ভোটারদের সেবা দেওয়ার একটি আধুনিক মাধ্যম।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ডিজিটাল এই উদ্যোগের ফলে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

