তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিশ্বে বিরল ইতিহাস সৃষ্টি হবে: লক্ষ্মীপুরে এ্যানি

আরো পড়ুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় হলে বাংলাদেশে এক বিরল ইতিহাস সৃষ্টি হবে। একটি পরিবার থেকেই একজন প্রেসিডেন্ট, একজন তিনবারের প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তা বিশ্ব রাজনীতিতে নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য জীবনভর ত্যাগ স্বীকার করেছেন। তারা যেমন অত্যাচারিত হয়েছেন, তেমনি জনগণের অকৃত্রিম ভালোবাসায় সম্মানিতও হয়েছেন। তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ নির্বাসন ও নির্যাতন শেষে দেশে ফিরে আবারও গণমানুষের কাতারে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন:
> “তারেক রহমান তার পিতার মতোই আজ গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় ঘুরছেন। তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সুযোগ এসেছে ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার।”

নির্বাচনী প্রতিপক্ষকে ইঙ্গিত করে এ্যানি বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে দাঁড়িয়েছে। শহীদ জিয়া তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেও তারা সেই ক্ষমার মর্যাদা রাখতে পারেনি। তিনি বলেন, “এদেশের মুক্তিযোদ্ধারা এবং মা-বোনেরা যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে।”

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এ সময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন:
* সাহাবুদ্দিন সাবু: সদস্য সচিব, জেলা বিএনপি।
* রেজাউল করিম লিটন: সভাপতি, লক্ষ্মীপুর পৌর বিএনপি।
* নিজাম উদ্দিন: সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
* এছাড়াও জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম এবং ইমতিয়াজ আনামসহ শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা ১২ ফেব্রুয়ারি সবাইকে কেন্দ্র পাহারা দেওয়া এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ