আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ঐক্য নিশ্চিত করতে কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত যশোর জেলার ৬ জন নেতার বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই আদেশ ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতৃবৃন্দ
যশোরের গুরুত্বপূর্ণ ইউনিটের যে ৬ জন নেতা পুনরায় দলে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন তারা হলেন:
১. মো. রুহুল কুদ্দুস — সহ-সভাপতি, শার্শা থানা বিএনপি।
২. আজিবর রহমান বদ্দি — সহ-সভাপতি, গোগা ইউনিয়ন বিএনপি।
৩. নাসির উদ্দীন — সদস্য (১নং ওয়ার্ড), বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি।
৪. আনোয়ার হোসেন — যুগ্ম সম্পাদক, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি।
৫. তবিবর রহমান তবি — শ্রম বিষয়ক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি।
৬. শরিফুল ইসলাম — সিনিয়র সহ-সভাপতি (২নং ওয়ার্ড), নিজামপুর ইউনিয়ন বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দলের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তারা ভবিষ্যতে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সক্রিয় ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা থেকেই এই সাধারণ ক্ষমা বা প্রত্যাহার আদেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। শার্শা ও বেনাপোল এলাকায় এই খবর পৌঁছালে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।?

