নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে ইজিবাইক শ্রমিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে শহরের পুরাতন টার্মিনালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ইজিবাইক শ্রমিক সমিতির নেতা লায়েব আলী, তরিকুল ইসলাম খান, আলী মাসুম জমাদ্দার, নবীর হোসেন, ইসমাইল শিকদার প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ইউনিয়ন পর্যায়ের ইজিবাইক শহরে ঢুকতে পারবে না। শেখ রাসেল সেতু, ভিক্টোরিয়া কলেজ মোড় ও পুরাতন বাস টার্মিনাল ঝাউতলা পর্যন্ত চলাচল করতে পারবে।
নড়াইলে ইজিবাইক শ্রমিক সমিতির সভা

