কিশোরদের কান ধরে ওঠবস: ডাকসু সদস্য সর্বমিত্রকে শোকজ, পদত্যাগের ঘোষণা

আরো পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগত কিশোর ও তরুণদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে। অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই ছাত্র প্রতিনিধি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বমিত্র চাকমাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলোতে দেখা যায়:
* কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় একদল কিশোরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানো হচ্ছে।
* সর্বমিত্র চাকমা হাতে লাঠি নিয়ে তাদের তদারকি করছেন।
* বাস্কেটবল কোর্টের পাশেও একইভাবে একদল তরুণকে শাস্তি দেওয়ার দৃশ্য দেখা যায়।
এই ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একজন ছাত্র প্রতিনিধির এমন ‘বিচারবহির্ভূত’ শাস্তির পদ্ধতিকে অনেকেই অমানবিক ও মর্যাদাহানিকর হিসেবে বর্ণনা করেছেন।

শোকজ নোটিশ পাওয়ার মধ্যেই সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। তবে নিজের কৃতকর্মের জন্য সরাসরি অনুতপ্ত হওয়ার চেয়ে প্রশাসনের ব্যর্থতাকেই বড় করে দেখিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন:
* খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের ব্যর্থতা।
* বহিরাগত প্রবেশ রোধে প্রশাসনের স্থবিরতা।
তিনি দাবি করেন, মাঠের পরিবেশ রক্ষা এবং মাদকের বিস্তার রোধে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ