যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসাদ (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে। আহত আসাদ ওই এলাকার খোকনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায় নিয়ে নাজির শংকরপুর এলাকার আকাশের সাথে আসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে আসাদ পাওনা টাকা দাবি করলে আকাশ (৩০) ও তার সহযোগী হৃদয় (২৫) উত্তেজিত হয়ে আসাদের ওপর চড়াও হয়। তর্কের একপর্যায়ে আকাশ ও হৃদয় ধারালো চাকু দিয়ে আসাদের ঘাড়ের পেছনে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ছুরিকাঘাতের পর আসাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চাকুর আঘাত বেশ গভীর হওয়ায় আসাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পলাতক অভিযুক্ত ও পুলিশি ব্যবস্থা
:
১. আকাশ, পিতা: জমির।
২. হৃদয়, পিতা: রাজু।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আকাশ ও হৃদয় এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
> পুলিশের ভাষ্য: পুলিশ জানিয়েছে, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আসামিদের আটকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

