খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আরো পড়ুন

খুলনা মহানগরীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) এক বিশেষ অভিযানে ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মহানগরীর সদর থানাধীন জব্বার স্মরণী স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে খুলনা সদর থানার ২১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। জব্বার স্মরণী স্টেশন রোডস্থ মেসার্স কবির ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়

১. মো. আক্তার মিয়া (৩৫): হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডুলনা গ্রামের মুসলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি খুলনার হরিণটানা এলাকার ‘হোটেল সিটি হোম’ সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।
২. মিরাজুল ইসলাম (২৫): খুলনা জেলার লবণচরা থানার সাচিবুনিয়া দক্ষিণ মোহাম্মদনগর এলাকার হানিফ আকনের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে আজ মঙ্গলবার তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ