স্ত্রী-সন্তানের মৃত্যুর পর ‘মানবিক’ জামিন পেলেন বাগেরহাট ছাত্রলীগ নেতা সাদ্দাম

আরো পড়ুন

স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর অবশেষে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ আদালত (হাইকোর্ট) মানবিক দিক বিবেচনা করে তার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘর থেকে উদ্ধার করা হয় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ। মা ও শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতার হওয়ার পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরিবারের এই অপূরণীয় ক্ষতির খবর পাওয়ার পর, গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কড়া নিরাপত্তায় তাকে স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। প্রিয়জনদের হারিয়ে সাদ্দাম সেখানে কান্নায় ভেঙে পড়েন।

আজ সোমবার সাদ্দামের আইনজীবীরা উচ্চ আদালতে জামিন আবেদন করলে আদালত তার পরিবারের এই ট্র্যাজিক পরিস্থিতির কথা বিবেচনায় নেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বিচারপতি মানবিক কারণে তাকে ৬ মাসের জামিন দেওয়ার আদেশ দেন।
সাদ্দামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই জামিনের ফলে তিনি এখন তার স্ত্রী ও সন্তানের দাফন পরবর্তী ধর্মীয় আচার ও শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকতে পারবেন। তবে মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে।?

আরো পড়ুন

সর্বশেষ