যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মিজানুর রহমান খান বলেছেন, দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অনিবার্য। তিনি কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক যশোর গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, “বিগত বছরগুলোতে যশোরে কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য বা চলাফেরা করতে পারেনি। অথচ জননেতা মরহুম তরিকুল ইসলাম আমাদের একটি নিরাপদ ও শান্ত যশোর উপহার দিয়েছিলেন।”
তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমেই যশোরের সেই সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব। আমরা আগামী নির্বাচনে অমিতকে জয়ী করে এই আসনটি তাকে উপহার দিতে চাই।”
নির্বাচনী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভোটের সময় ঘনিয়ে এসেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। কারও নির্দেশ বা ইশারার অপেক্ষায় না থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করুন।”
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং ব্যালটের মাধ্যমেই তারা বর্তমান দুঃশাসনের জবাব দেবে।
সমাবেশে সদর উপজেলা বিএনপির রবিউল ইসলাম, আব্দুস সালাম, ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমানসহ স্থানীয় বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

