প্রয়াত নেতাদের স্মরণে ইছালীতে অনিন্দ্য ইসলাম অমিতের আবেগঘন নির্বাচনী প্রচারণা

আরো পড়ুন

লনিজস্ব প্রতিবেদক, যশোর: নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার সকালে সদর উপজেলার হাশিমপুর বাজারে কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
প্রচারণা শুরুর পর ইছালী ইউনিয়নের হাশিমপুর এলাকায় পৌঁছালে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উচ্ছ্বাসে নির্বাচনী এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনিন্দ্য ইসলাম অমিত এ সময় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারণার শুরুতেই অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নের বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে নিহত ও মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষ করে:* সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান ও শহীদ কোহিনূর রহমান।
পুলিশের ধাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেব।
গণসংযোগের এক পর্যায়ে নিহত ও প্রয়াত সকল নেতার আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সারাদিনের গণসংযোগ ও মতবিনিময়
দোয়া ও মোনাজাত শেষে তিনি ইছালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় দিনভর গণসংযোগ চালান। এ সময় তিনি সাধারণ ভোটারদের নানা সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকভুক্ত যশোর গড়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ