: খুলনার রূপসায় ডাবল মার্ডার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের সেনের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় দেশি অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সেনের বাজার এলাকায় জনৈক পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরের টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই সন্ত্রাসী হলেন:
১. মো. রেজাউল মুন্সী হৃদয় (২৫), পিতা: ইমরান মুন্সী।
২. মো. আলিফ হোসেন নয়ন (২৬), পিতা: সাহাবুদ্দিন শেখ।
উভয়ই আইচগাতি এলাকার বাসিন্দা এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র নেতৃত্বাধীন বি-কোম্পানির সক্রিয় সদস্য।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
* ৭৯টি ইয়াবা বড়ি।
* একটি খেলনা পিস্তল (আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত)।
* একটি দেশি তৈরি কুড়াল।
জোড়া খুনের সাথে সম্পৃক্ততা
র্যাবের মেজর মো. নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হৃদয় ও নয়ন কিছুদিন আগে খুলনার আদালতপাড়ার সামনে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রাজন ও রাব্বি হত্যা মামলার সরাসরি অংশ নেওয়া আসামি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধীরা আইনি ব্যবস্থা এড়াতে অত্যন্ত ধুরন্ধর কায়দায় পালানোর চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এহয়েছে।

