: আসন্ন জাতীয় নির্বাচন, অন্য দলের প্রতি সমর্থন এবং রাজনৈতিক আদর্শ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংসদীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না এলে তাকে ‘ব্যর্থতা’ হিসেবে দেখবেন কি না—এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম স্পষ্ট জানান, তাদের কাছে ফলাফলের চেয়ে প্রক্রিয়ার স্বচ্ছতা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন:
> “যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, আর সেখানে যদি আমরা একটি ভোটও না পাই, তবু আমরা তা গ্রহণ করব। কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে আমরা তা বর্জন করব।”
যেসব আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই, সেসব আসনে অন্য কাউকে সমর্থনের ক্ষেত্রে দলটির অবস্থান কী হবে, তা নিয়ে তিনি দুটি প্রধান শর্তের কথা উল্লেখ করেন। তার মতে,
* ইসলামের আলোকে পরিচালিত হতে হবে।
* দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করতে হবে।
জামায়াতের সাথে সংসদীয় সহযোগিতা
সংসদে জামায়াতে ইসলামীর কোনো প্রস্তাব এলে আদর্শগত দূরত্বের কারণে ইসলামী আন্দোলন তা প্রত্যাখ্যান করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি উদার ও কল্যাণকামী রাজনীতির ইঙ্গিত দেন। তিনি জানান, আদর্শগত ভিন্নতা থাকলেও দেশ ও ধর্মের স্বার্থে তারা আপস করতে রাজি। মুফতি ফয়জুল করীম বলেন, “যদি তাদের প্রস্তাব দেশ ও ইসলামের কল্যাণে হয়, তবে অবশ্যই আমরা সমর্থন দেব।”
সাক্ষাৎকারের শেষে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ ধারার রাজনীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

