যশোর-৩ (সদর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। প্রচারণার চতুর্থ দিনে রোববার সকাল থেকেই ভোটারদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
সাহাপাড়ায় উলুধ্বনি ও পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা
রোববার সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাহাপাড়ায় প্রবেশ করতেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা তাকে ঘিরে ধরেন। এ সময় গ্রামবাসী ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে তাকে এক অনন্য ও উষ্ণ অভ্যর্থনা জানান।
গণসংযোগকালে সাহাপাড়ার বাসিন্দারা প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার পিতার হাতে নির্মিত এলাকার একমাত্র রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, সংকটের সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে পাওয়ায় তারা নিরাপদ বোধ করেছেন।
অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি
:
> “আমার প্রয়াত পিতার সঙ্গে আপনাদের যে আত্মিক ও নিবিড় সম্পর্ক ছিল, তা আমি হৃদয়ে ধারণ করি। রাজনৈতিক প্রতিকূলতা কিংবা সুসময়—সব পরিস্থিতিতেই আমি ও আমার দল আপনাদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাটসহ সব সমস্যার সমাধান করা হবে।”
>
তিনি দিনব্যাপী নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।?

