আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে বেনাপোলে বিশাল জনসভা করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। শার্শা উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রার্থী নুরুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটাদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ এবং নিবিড় গণসংযোগ করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আয়োজক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
* শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (মফিজ), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম ও মফিজুর রহমান বাবু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা ও রাহারুজ্জামান দিপু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনী মাঠ দখলে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

