জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

আরো পড়ুন

বাংলাদেশের উন্নয়ন সেক্টরের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সমাজসেবক এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আজ দুপুরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোরসহ দেশজুড়ে উন্নয়নকর্মী, সুধীসমাজ এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রয়াণে যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। বিকেলে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হয়।

আজাদুল কবির আরজু ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। ১৯৭৫ সালে একদল সমাজসচেতন তরুণকে সঙ্গে নিয়ে যশোর থেকে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ‘জাগরণী চক্র’র যাত্রা শুরু করেছিলেন তিনি। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে গত পাঁচ দশকে এই সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ এবং সফল এনজিওতে পরিণত হয়েছে।
ল:
* দারিদ্র্য বিমোচন: সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে উদ্ভাবনী মডেল তৈরি।
* শিক্ষা ও স্বাস্থ্য: প্রান্তিক মানুষের দোরগোড়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
* যশোরের উন্নয়ন: যশোরের আর্থ-সামাজিক পরিবর্তনের নেপথ্যে তাঁকে প্রধান কারিগর হিসেবে বিবেচনা করা হয়।
স্বীকৃতি ও ব্যক্তিত্ব
মাঠপর্যায়ে টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে আজীবন কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাদামাটা, অমায়িক এবং নিরহংকারী মানুষ ছিলেন। তাঁর এই গুণাবলি তাঁকে যশোরের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল।
পরিবার সূত্রে জানানো হয়েছে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ