ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতীয় আটটি ট্রাকে করে এসব বিপজ্জনক পণ্য বন্দরে এসে পৌঁছায়। অত্যন্ত সংবেদনশীল পণ্য হওয়ায় বন্দর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের পাথর উত্তোলন ও খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরকগুলো আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’ থেকে দ্বিতীয় ধাপে এই চালানটি সংগ্রহ করেছে।
চালানে থাকা পণ্যের পরিমাণ:
* ১২৫ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ।
* ৯০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর এলসি খোলার মাধ্যমে এই আমদানি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বন্দরে কড়া নিরাপত্তা বলয়
বিপজ্জনক এই পণ্যগুলো জনবহুল বন্দর এলাকায় অবস্থানের কারণে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন জানান, “বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকাটিতে নিয়মিত তদারকির মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।”
বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ নিরাপত্তা পাহারায় ট্রাকগুলো দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকার উদ্দেশ্যে রওনা হবে। খনি প্রকল্পে বর্তমানে পাথরের উৎপাদন বাড়াতে এই বিস্ফোরকগুলো দ্রুত পৌঁছানো জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

