যশোর-৩ আসনে জামায়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু: আব্দুল কাদেরের বিশাল মিছিল

আরো পড়ুন

, যশোর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৩ (সদর) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল কাদের। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক বিশাল প্রচার মিছিলের মাধ্যমে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

এদিন দুপুর থেকেই যশোর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ঈদগাহ মোড়ে সমবেত হতে থাকেন। বিকেল ৪টার দিকে প্রার্থী আব্দুল কাদেরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল কাদের বলেন, “সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং অবহেলিত জনপদের উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোটারদের মাঝে যে ব্যাপক সাড়া লক্ষ্য করছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী।”
তিনি আরও যোগ করেন যে, যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়, তবে সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে অবশ্যই ইতিবাচক ল
প্রচারণার প্রথম দিনেই জামায়াতের এই বিশাল শো-ডাউন শহরজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ