: যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় বাবার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক না ফেরার দেশে চলে গেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি বাড়ির সামনে নিজেদের মুদি দোকানে বসে ছিলেন তরিকুল। একপর্যায়ে তিনি দোকানেই ঘুমিয়ে পড়েন। ওই সময় কিছু ক্রেতা দোকানে এসে তাকে ঘুমন্ত দেখে কেনাকাটা না করেই ফিরে যাচ্ছিলেন। বিষয়টি আড়াল থেকে দেখে বাবা রবিউল ইসলাম চরম ক্ষিপ্ত হন।
রাগের মাথায় রবিউল ইসলাম হাতে থাকা কোদালের আছাড়ি (হাতল) দিয়ে ঘুমন্ত তরিকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তরিকুল মাথায় মারাত্মক চোট পেয়ে তাৎক্ষণিকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
আহত অবস্থায় তরিকুলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

