যশোরে হিজরাকে কুপিয়ে জখম,

আরো পড়ুন

যশোর প্রতিনিধি: যশোরে পূর্ব শত্রুতার জেরে তাপসী দে ওরফে চাঁদনী হিজরা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের ষষ্ঠীতলা স্টেশন বাজার রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত চাঁদনী ষষ্ঠীতলা এলাকার মৃত শিবু পদ দে-র সন্তান।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন চাঁদনী। ষষ্ঠীতলা স্টেশন বাজার রোডে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার জাকির ওরফে চুমকি (৪৫), মেরি ওরফে বিল্লাল (৫০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে রিকশা থেকে নামিয়ে ফেলে। এরপর ধারালো চাকু দিয়ে তার কপালে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
চিকিৎসা ও বর্তমান অবস্থা:
হামলার পর স্থানীয় বাসিন্দা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই হামলার বিচার দাবি করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ