যশোর প্রতিনিধি: যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ ইকবাল হোসেন নামে সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদরের বসুন্দিয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক ইকবাল হোসেন বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং ওই এলাকার বহর আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় বসুন্দিয়া বাজারে ইকবালের বাসভবনে অভিযান চালায়। অভিযান চলাকালীন তার বাড়ির পাশ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেল মজুত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আটককৃত ইকবালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

