যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাকে আটক করা হয়।
আটক আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নম্বর এ-০৯৬১২০১৫।
উদ্ধারকৃত মুদ্রা ও অভিযানের বিবরণ
কাস্টমস সূত্র জানায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার সময় বেনাপোল চেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে স্ক্যানিং শেষে তার লাগেজটি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে লাগেজটি খুলে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার ও ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল সালাম স্বীকার করেছেন যে, কলকাতার এক ‘সুমন’ নামের ব্যক্তি তাকে এই অর্থ দিয়েছিলেন। এই বিপুল পরিমাণ মুদ্রা যশোরের জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্য
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন কৌশলে লাগেজে পাচারকালে এই বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অর্থ ইতিমধ্যে সিজার (জব্দ) তালিকাভুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে কাস্টমস গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এই পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে

