যশোরে ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার

আরো পড়ুন

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম চাঁচড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় অবস্থানকালে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইমরান হোসেন যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের অনুসারী হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলাগুলো খতিয়ে দেৃখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।।

আরো পড়ুন

সর্বশেষ