বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্র জানায়, যশোর ৪৯ ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, গাঁজা, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন পোশাক সামগ্রী, কম্বল, চকলেট ও কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান ও নজরদারির ফলেই এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।তিনি আরও জানান, জনস্বার্থে সীমান্তে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

