ইসি’র আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে কমিশন।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন কারণ দেখিয়ে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ন্যায়বিচার চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। শুনানিতে ডা. ফরিদের দাখিলকৃত সব তথ্য-উপাত্ত সঠিক পাওয়ায় কমিশন তার মনোনয়ন বৈধ বলে চূড়ান্ত রায় প্রদান করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন:
“আমি ন্যায়বিচারের আশায় নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন যে, এলাকার মানুষের সেবা এবং রাজনৈতিক পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে নেমেছেন, এই সিদ্ধান্তের ফলে সেই লক্ষ্য অর্জনে তিনি আরও একধাপ এগিয়ে গেলেন।

ডা. মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা ফিরে পাওয়ার খবর তার নির্বাচনী এলাকা চৌগাছা ও ঝিকরগাছায় পৌঁছালে নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। অনেক স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। সমর্থকরা মনে করছেন, তার প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার হলো।

আরো পড়ুন

সর্বশেষ