জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার মামলার রায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই চব্বিশের আন্দোলনসংক্রান্ত প্রথম রায়। একই সঙ্গে এটি জুলাই–আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলাগুলোর দ্বিতীয় রায় হতে যাচ্ছে।এই মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্য অভিযুক্ত। প্রসিকিউশন অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছে।এদিকে, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুমের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান।অন্যদিকে, সোমবারই জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

