যশোরের শার্শা উপজেলায় কয়েক দিনের ব্যবধানে ফের অভিনব কৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগআঁচড়া এলাকায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগী খোকন মোল্লাহর ভ্যানটি নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এক মোটরসাইকেল আরোহী তাকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যান। সেখানে আরেক ব্যক্তি নিজেকে ‘ইউপি সচিব’ পরিচয় দিয়ে কৌশলে খোকন মোল্লাহকে মিষ্টি কিনে একটি বাড়ির ভেতরে পাঠান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, তার ভ্যানটি আর নেই।
খোকন মোল্লাহ শার্শার সোনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা। কিস্তিতে কেনা ভ্যানটিই ছিল তার একমাত্র জীবিকা। ভ্যানটি হারিয়ে তিনি এখন চরম দিশেহারায় পড়েছেন।স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই কৌশলে এলাকায় একাধিক ভ্যান চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রতারক চক্রটি বারবার সক্রিয় হচ্ছে বলে মনে করছেন তারা।এ বিষয়ে শার্শা থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

