যশোর সীমান্তে বিজিবির বছরব্যাপী সাফল্য: ৩৭৭ কোটি টাকার মালামাল উদ্ধার, আটক ৩৮০

আরো পড়ুন

বেনাপোল প্রতিনিধি: যশোর রিজিউনের অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে গত এক বছরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৭৭ কোটি ৫০ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩৮০ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।
জব্দকৃত মালামালের পরিসংখ্যান
বিজিবির দেওয়া তথ্যমতে, গত এক বছরে পরিচালিত অভিযানে বিভিন্ন মূল্যবান ধাতু, আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* স্বর্ণ ও রুপা: ৫৮ কেজি স্বর্ণ এবং ১২৪ কেজি রুপা।
* অস্ত্র ও গোলাবারুদ: ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি।
* বৈদেশিক মুদ্রা: ৪০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল।
* মাদকদ্রব্য: ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেনসিডিল, ৩৭ কেজি হেরোইন, ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা এবং ২৮ হাজার ৩৯৩ বোতল বিভিন্ন প্রকার মাদক।
* ঔষধ: ২ লাখ ৬৫ হাজার ৩২৬ পিস ভারতীয় নিষিদ্ধ ঔষধ।
নির্বাচনী নিরাপত্তা ও বিজিবি মোতায়েন
সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। নির্বাচনী সহিংসতা রোধ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি বিশেষ তৎপরতা চালাচ্ছে।
নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে তিনি জানান, যশোর রিজিউনের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৭২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ইতোমধ্যে সীমান্ত এলাকায় তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি অধিনায়ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।?

আরো পড়ুন

সর্বশেষ