যশোর-৩ আসনে জোটের মনোনয়ন পেতে পারে এনসিপি: খালেদ সাইফুল্লাহ জুয়েল

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক | ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় নির্বাচনি ঐক্য ত্যাগ করার পর তাদের ছেড়ে দেওয়া আসনগুলো নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর-৩ (সদর) আসনে জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
:
সূত্র মতে, খুলনা বিভাগে ইসলামী আন্দোলনের জন্য তিনটি আসন রাখা হয়েছিল, যার মধ্যে যশোর-৩ অন্যতম। বর্তমানে জোটের শরিকদের মধ্যে আসন পুনর্বণ্টনের আলোচনায় এনসিপি অতিরিক্ত ১০টি আসন দাবি করেছে। ইসলামী আন্দোলনের ছেড়ে যাওয়া ৫০টি আসনের মধ্য থেকে যশোর-৩ আসনটি পেতে এনসিপি কেন্দ্রীয়ভাবে জোর তৎপরতা চালাচ্ছে।
:
২০২৪-এর জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যশোর ছিল অন্যতম সক্রিয় জেলা। স্থানীয় বিশ্লেষকদের মতে, আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সংসদে যাক—এমন একটি ব্যাপক প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। খুলনা বিভাগের ৩৬টি আসনের কোথাও এখন পর্যন্ত জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্বকে জোটগত মনোনয়ন না দেওয়ায় আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। এই প্রেক্ষাপটে খালেদ সাইফুল্লাহ জুয়েলকে মনোনয়ন দেওয়া হলে সেই হতাশা কাটবে এবং তরুণ ভোটারদের বড় সমর্থন মিলবে বলে ধারণা করা হচ্ছে।

* জাতীয় যুবশক্তি: সংগঠনের জেলা সদস্য সচিব ফারহিন আহম্মেদ জানান, খালেদ সাইফুল্লাহ জুয়েল মাঠ পর্যায়ে সংগঠন গড়ে তুলতে দক্ষ ভূমিকা রেখেছেন। জোটের সমর্থন পেলে এই আসনে ‘শাপলাকলি’ প্রতীকের জয় নিশ্চিত।
* এনসিপি জেলা সমন্বয় কমিটি: জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজাদ ও সদস্য আসমা ইসলাম জানান, যশোরের মানুষ জুলাই বিপ্লবের নেতৃত্বের প্রতি আস্থাশীল। ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদ মোকাবিলায় এই আসনে একজন লড়াকু তরুণ নেতৃত্ব প্রয়োজন।
* সংগঠকদের আহ্বান: এনসিপির সংগঠক আব্দুল মতিন এবং সালমান হাসান রাজিব বলেন, সীমান্ত জেলা হিসেবে যশোরের জন্য এমন নেতৃত্ব প্রয়োজন যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। জুয়েল সেই পরীক্ষায় উত্তীর্ণ একজন পরীক্ষিত নেতা।
মনোনয়ন ও বর্তমান অবস্থা:
এ বিষয়ে খালেদ সাইফুল্লাহ জুয়েল জানান, তিনি ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত যাই হোক, তিনি তাকে স্বাগত জানাবেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক জানান, পূর্বের ৩০টি আসনের বাইরে আরও ১২টি আসন নিয়ে জোটের সাথে দরকষাকষি চলছে, যার মধ্যে যশোর-৩ আসনটি পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

আরো পড়ুন

সর্বশেষ