নড়াইলে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

আরো পড়ুন

নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতু এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়নের সুলতান সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বর্তমানে সে পরিবারের সঙ্গে নড়াইল শহরের মহিষখোলা গ্রামে বসবাস করত।
এ ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মহিষখোলার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে গোবরা এলাকায় মামাবাড়ি যায় মেহেদী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে ফেরার পথে সুলতান সেতু এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী ও ভ্যানযাত্রী ইমরান দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ভ্যানযাত্রী ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং মরদেহ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ