| চট্টগ্রামে চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।
শুনানি উপলক্ষে আজ কারাগারে থাকা ২২ জন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।:
* গ্রেফতার ও সংঘর্ষ: ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর দিন আদালতে তোলা হলে তাঁর জামিন নামঞ্জুর হয়। এই খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে ইসকন অনুসারীরা বিক্ষোভ শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান।
* হত্যাকাণ্ড: ওই দিন বিকেলেই আদালতের প্রধান ফটকের বিপরীত গলিতে বিক্ষোভকারীদের হামলায় নির্মমভাবে নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।
* মামলা দায়ের: ২৯ নভেম্বর নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে এজাহারনামীয় ৩ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। তবে তদন্তে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মোট ৩৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করা হয়। গত বছরের ২৫ আগস্ট আদালত এই চার্জশিট গ্রহণ করেন।
গত ১৪ জানুয়ারি শুনানির সময় আসামিরা নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা দাবি করলে আদালত আইন অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আজ চার্জ গঠনের মাধ্যমে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে উপনীত হলো।
আদালত প্রাঙ্গণে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।?

