যশোরে নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর প্রস্তুতির ঘোষণা দিয়েছে যশোর জেলা প্রশাসন। রোববার (১৮ জানুয়ারি) সকালে জেলা কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান কর্মকর্তাদের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং এবারের নির্বাচন হবে একটি স্মরণীয় আয়োজন। অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

* উন্নয়ন কাজের সময়সীমা: ভোটগ্রহণের সুবিধার্থে জেলার সব চলমান উন্নয়নমূলক কাজ আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের পর ভোটকেন্দ্রে কোনো নির্মাণ সামগ্রী পড়ে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
* বিদ্যুৎ ও সিসি ক্যামেরা: ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত জেলার সব কলকারখানা বন্ধ থাকবে। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।
* মধুমেলা স্থগিত: নির্বাচনী ব্যস্ততার কারণে ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন সংক্ষিপ্ত পরিসরে উদযাপন করা হবে। মূল মধুমেলা রোজা ও ঈদের পর অনুষ্ঠিত হবে।
* যানজট নিরসন: শহরে যানজট কমাতে প্রতিদিন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, আরপিও সংশোধনের ফলে প্রিসাইডিং অফিসারদের অনিয়ম করার কোনো সুযোগ নেই। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সঞ্চালনায় সভায় যশোরের সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই কঠোর অবস্থানে জেলায় একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ