ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

আরো পড়ুন

|আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাহিদ ইসলামের বিশাল আকৃতির রঙিন ছবি এবং ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম চালানো আইনত দণ্ডনীয়।

* আচরণবিধি লঙ্ঘন: ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ আগে কোনো প্রার্থী বা দল নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। নাহিদ ইসলাম এই নিয়ম লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
* বিলবোর্ড অপসারণ: আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্বাচনী এলাকার সমস্ত বিলবোর্ড নিজ উদ্যোগে অপসারণ করার জন্য প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।
* লিখিত জবাব দাখিল: কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বিশেষ করে ‘গণভোট’ বা ‘দেশ সংস্কার’ সংক্রান্ত স্লোগান ব্যবহার করে নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোকে গুরুত্বের সাথে দেখছে প্রশাসন।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুযায়ী অর্থদণ্ড বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে

আরো পড়ুন

সর্বশেষ