ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ: ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন ও হুমকির অভিযোগ

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রবিবার রাতে এই আদেশ জারি করেন।
নোটিশে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তাঁকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
মূল অভিযোগসমূহ:
১. বেআইনি জনসভা: গত ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে বিশাল মঞ্চ বানিয়ে জনসভা করা, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ এর পরিপন্থী।
২. ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ: নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান সমাবেশটি বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
৩. বিচারের কাজে বাধা: অভিযোগে বলা হয়েছে, রুমিন ফারহানা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হুমকিসূচক বক্তব্য দেন এবং তাঁর সমর্থকরা ওই সময় মারমুখী হয়ে ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান করেন।

এর আগে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে রুমিন ফারহানার বিরুদ্ধে মব তৈরির অভিযোগ এনে বিচারিক কমিটির কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। গত ১৭ জানুয়ারির ওই সমাবেশে উপস্থিত এক সমর্থককে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানাও করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে রুমিন ফারহানা ওই সময় অভিযোগ করেছিলেন যে, প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে।?

আরো পড়ুন

সর্বশেষ