শামীম ওসমান ও তাঁর ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আরো পড়ুন

নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (Formal Charge) দাখিল করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। এর আগে, শামীম ওসমান ও তাঁর ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে তিন মাস সময় দিয়েছিলেন।
গ্রেফতারি পরোয়ানা ও বিচারিক কার্যক্রম:
* পরোয়ানা জারি: গত বছরের ৩০ এপ্রিল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
* অভিযোগের পরিধি: শুরুতে ৮ জনের নাম থাকলেও বর্তমান আনুষ্ঠানিক অভিযোগে আসামির সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
* মূল অভিযোগ: জুলাই গণঅভ্যুত্থান দমনে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে এই অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দাখিলকৃত অভিযোগের ওপর শুনানির মাধ্যমে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আলোচিত এই মামলায় প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যদের নাম থাকায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ