যশোর প্রতিনিধি: যশোর শহরের আর এন রোড এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হামলায় মোহাম্মদ মনজুরুল ইসলাম পান্না (৪৫) নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত মনজুরুল ইসলাম যশোর সদর উপজেলার মুরোলির মোড় এলাকার মৃত জাফরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি আর এন রোড এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
হামলার পর আহত মনজুরুল ইসলাম নিজেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ঠিক কী কারণে বা কেন তার ওপর এই হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি অভিযোগ উঠেছে যে, হামলার সময় ভিকটিম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
যশোরে ট্রাক চালককে পিটিয়ে জখম

