যশোর জেনারেল হাসপাতালে চরম অব্যবস্থাপনা: গোডাউনের সামনে পরিত্যক্ত মিলল এক হাজার পিস সিরিঞ্জ

আরো পড়ুন

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কার্টন সরকারি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের গোডাউন গেটের সামনে অরক্ষিত অবস্থায় কার্টনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোডাউনের গেটের সামনে একটি বড় কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উপস্থিত লোকজনের। পরে তারা হাসপাতাল পুলিশ ক্যাম্পে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত কার্টনটি নিজের হেফাজতে নেন। উদ্ধারকৃত কার্টনে সরকারি সরবরাহের ১,০০০ (এক হাজার) পিস ১০ সিসির সিরিঞ্জ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত জানান, “নিয়ম অনুযায়ী গোডাউন থেকে ৫ সিসির এক হাজার পিস এবং ১০ সিসির এক হাজার পিস সিরিঞ্জ মেডিসিন ওয়ার্ডে পাঠানোর কথা ছিল। ৫ সিসির সিরিঞ্জগুলো ওয়ার্ডে পৌঁছালেও ১০ সিসির সিরিঞ্জ ভর্তি কার্টনটি রহস্যজনকভাবে গোডাউনের সামনেই পড়ে ছিল।”
তিনি আরও বলেন, “সরকারি মালামাল এভাবে অরক্ষিত অবস্থায় থাকাটা দুঃখজনক। এটি কি নিছক ভুল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে চিকিৎসা সরঞ্জাম এভাবে অনিরাপদ অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষ ও রোগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই মূল্যবান সরকারি সম্পদ এভাবে পাচারের ঝুঁকিতে পড়ছে। এই ঘটনার পেছনে হাসপাতালের কোনো কর্মচারী বা অসাধু চক্র জড়িত কি না, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরো পড়ুন

সর্বশেষ