নিজস্ব প্রতিবেদক, যশোর | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে যশোর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে যশোরের চৌগাছা ও ঝিকরগাছা থানার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই পরিদর্শনকালে পুলিশ সুপার কেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান ও নিরাপত্তা মানচিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে লক্ষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের মূল দিকসমূহ:
* নিরাপত্তা পরিকল্পনা: ভোটকেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ও বিশেষ ব্যবস্থা গ্রহণ।
* প্রস্তুতি যাচাই: নির্বাচনের দিন প্রয়োজনীয় পুলিশ মোতায়েন ও আইনশৃঙ্খলার প্রস্তুতি পর্যবেক্ষণ।
* সতর্ক বার্তা: নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব ও সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফুল ইসলাম। এছাড়া চৌগাছা ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
মূলত সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে
চৌগাছা ও ঝিকরগাছায় ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার: কঠোর নিরাপত্তার নির্দেশ

