যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ: মূলহোতাসহ গ্রেপ্তার ৩,

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে (১৫) অপহরণ এবং তার পরিবারের বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও যশোরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও লুন্ঠনকৃত মালামাল জব্দ করা হয়।
অভিযুক্ত ও গ্রেপ্তারকৃতদের পরিচয়

১. সুপ্ত নিকোলাস মন্ডল (মূলহোতা): ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার ভাড়াটিয়া।
২. এম. এম. শাহারুজ্জামান: শংকরপুর বাস টার্মিনাল এলাকার বাসিন্দা।
৩. রিপন: কেশবপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এ ঘটনায় তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রেক্ষিতে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। শনিবার সকালে গাজীপুর থেকে মূল অভিযুক্ত নিকোলাস মন্ডলকে গ্রেপ্তার করা হয় এবং তার জিম্মা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিকোলাস মন্ডল প্রথমে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করে তাকে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে আসতে বাধ্য করে। কিশোরী বাড়ি থেকে স্বর্ণ নিয়ে বের হলে চক্রটি তাকে অপহরণ করে এবং গহনাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে প্রায় ৭ ভরি স্বর্ণের গহনা এবং গহনা বিক্রির নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ

আরো পড়ুন

সর্বশেষ