সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে অভয়নগর ও মনিরামপুরের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে যশোরের পুলিশ সুপার

আরো পড়ুন

যশোর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে যশোর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে যশোর জেলার অভয়নগর ও মনিরামপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ঝুঁকি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন:
* জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
* জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), যশোর।
* জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল), যশোর।
* অভয়নগর ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি প্রভাবমুক্ত ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।?

আরো পড়ুন

সর্বশেষ