ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা অসম্ভব’: তারেক রহমান

আরো পড়ুন

| ঢাকা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেড় দশকের বেশি সময় ধরে চরম নির্যাতন, গুম ও খুনের শিকার হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাননি। এমন আপসহীন শক্তিকে দমানোর সাধ্য কারো নেই।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এক বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্যাগ ও রাজপথের লড়াই
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গত ১৫ বছরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, “বিএনপিতে কৌশলের নামে কোনো ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ ধারণার জায়গা ছিল না। আমাদের একজন ভাই গুম হয়েছেন তো আরেকজন ভাই রাজপথে নেমে এসেছেন। নেতাকর্মীরা দেশ, স্বজন ও পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।”
নির্যাতনের পরিসংখ্যান
বিগত সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান:
* বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষাধিক (১,৫০,০০০) মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
* এসব মামলায় প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে আসামী করে চরম হয়রানি করা হয়েছে।
* হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বছরের পর বছর ঘরছাড়া থেকেছেন।
স্বজনহারাদের পাশে থাকার অঙ্গীকার
গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর উপস্থিতিতে তারেক রহমান বলেন, “সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সবসময় চেষ্টা করেছি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। আমাদের এই আন্তরিকতা ও প্রচেষ্টা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”
তিনি দৃঢ়তার সাথে বলেন, ইনশা-আল্লাহ, যে দলের কর্মীরা জেল-জুলুমকে ভয় পায় না, সেই দলকে কোনো অপশক্তিই দমিয়ে রাখতে পারবে না।

আরো পড়ুন

সর্বশেষ