যশোরে বিকাশ দোকানে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা: মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরে বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত শামীমের পিতা ছবদুল বিশ্বাস বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় দোকান মালিকসহ সাতজনের নাম উল্লেখ করে এই মামলাটি করেন।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত ও দোকান মালিক আরাফাতকে ইতোমধ্যে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শামীম হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তার অবস্থার উন্নতি হয়নি। তিনি প্রায়ই শ্রীকান্তনগর বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় আরাফাত ও আশিকের বিকাশ এজেন্টের দোকানের সামনে অবস্থান করতেন।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দোকান মালিক আরাফাত সিসিটিভি ফুটেজে দেখেন যে, শামীম দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে শামীমকে ধরে ফেলেন। এরপর চুরির অভিযোগে তাকে নির্দয়ভাবে গণপিটুনি দেওয়া হয়। প্রচণ্ড মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
আসামি ও আইনি পদক্ষেপ
নিহত শামীমের বাবা ছবদুল বিশ্বাস মামলায় মোট সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করেছেন। অভিযুক্তরা হলেন:
* দোকান মালিক আরাফাত ও তার ভাই আশিক (পিতা: কুতুব)
* আজাহারুল (পিতা: লতিফ)
* ইসমাইল ও শিহাব (পিতা: সাইফুল)
* ইমন ও নয়ন (পিতা: দেলোয়ার)
বাদী পক্ষ দাবি করেছেন, শামীম অসুস্থ থাকায় তিনি দোকানের সামনে থাকতেন, কিন্তু তাকে চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতনে হত্যা করা হয়েছে।
পুলিশের বক্তব্য
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রধান আসামি আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

আরো পড়ুন

সর্বশেষ