ঝিকরগাছায় মোটরসাইকেলের বেপরোয়া গতি: পথচারী মাদ্রাসা ছাত্রসহ আহত ৩

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক মাদ্রাসা ছাত্রসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন—কায়েমকোলা গ্রামের হাতেম আলীর ছেলে ও স্থানীয় দাখিল মাদ্রাসার ছাত্র তানজিম (১৫), ঘোড়দাহ গ্রামের ওসমানের ছেলে হাসিব (১৮) এবং একই গ্রামের আকবর আলীর ছেলে রায়হান (১৯)।
ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিব ও রায়হান মোটরসাইকেল যোগে বাজার অভিমুখে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাদ্রাসায় যাওয়ার পথে পথচারী কিশোর তানজিমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাইকটি। সংঘর্ষের তীব্রতায় আরোহী দুইজনসহ পথচারী কিশোর পাকা রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ