যশোরে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ও সোয়া লাখ টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

আরো পড়ুন

হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন এবং ডিজিটাল প্রতারণার মাধ্যমে খোয়ানো অর্থ উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছে যশোর জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫৯টি স্মার্টফোন এবং নগদ ১ লাখ ২৪ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে যশোরের বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্ত অসংখ্য সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি শাখা উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিরলস অভিযান চালায়। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় ৫৯টি দামী স্মার্টফোন।
উদ্ধার অভিযানের অন্যান্য সাফল্যের মধ্যে রয়েছে:
* অর্থ উদ্ধার: ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার।
* অ্যাকাউন্ট পুনরুদ্ধার: হ্যাক হওয়া ৬টি ইমো আইডি এবং ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করে প্রকৃত ব্যবহারকারীদের ফিরিয়ে দেওয়া।
* নিখোঁজ উদ্ধার: প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ৬ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার।
* তদন্তে সহায়তা: বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও দুর্ধর্ষ আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা।
সতর্ক থাকার পরামর্শ
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। অপরিচিত লিঙ্কে ক্লিক করা বা ওটিপি শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকলে অনেক সাইবার অপরাধ এড়ানো সম্ভব।”
উল্লেখ্য, হারানো শখের মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ