যশোরে প্রাইভেটকারে তল্লাশি: ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

যশোরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক বিশেষ অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ (উইনক্রোক্স) আলী রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজার–ভাতুরিয়া রোডের হৃদিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মাহিদিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর তল্লাশিকালে চালকের সিটের পাশ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ বোতল ফেনসিডিল সদৃশ মাদক ‘উইনক্রোক্স’ উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলী রেজা যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা আবু জাফর তরফদারের ছেলে। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ফেনসিডিলের সমগোত্রীয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ