যশোরে বিষপানে যুবকের মৃত্যু

আরো পড়ুন

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে দীর্ঘদিনের মানসিক অসুস্থতা সইতে না পেরে বিষপান করে উজ্জ্বল হোসেন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল হোসেন আগ্রাইল গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, উজ্জ্বল গত প্রায় এক বছর ধরে গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজ বাড়িতে তিনি বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বলের মেজো ভাই বিষপানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণাই তাকে এই চরম ও করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, হাসপাতালের মাধ্যমে তারা বিষয়টি অবগত হয়েছেন। মৃত্যুর সঠিক কারণ ও পারিপার্শ্বিকতা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ