ক্রিকেটারদের নিয়ে নাজমুলের মন্তব্য ব্যক্তিগত, দায় নেবে না বিসিবি

আরো পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বোর্ড। বিসিবি স্পষ্ট জানিয়েছে, নাজমুল ইসলামের বক্তব্য তার একান্তই ব্যক্তিগত এবং এর সঙ্গে বোর্ডের নীতি বা অবস্থানের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে বিসিবি জানায়, এম নাজমুলের ব্যক্তিগত মন্তব্যগুলো অনুপযুক্ত, আপত্তিকর বা কারো জন্য আঘাতজনক হতে পারে। তবে অনুমোদিত মাধ্যম ছাড়া দেওয়া কোনো ব্যক্তিগত বক্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচিত হবে না। বোর্ড আরও সতর্ক করে বলেছে, ক্রিকেটারদের প্রতি কোনো প্রকার অসম্মান প্রদর্শন বা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশের হয়ে মাঠ কাঁপানো ক্রিকেটারদের প্রতি বোর্ডের পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়।

গত বুধবার বিকেলে বিশ্বকাপে না খেলা সাপেক্ষে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। তারা খেললে ম্যাচ ফি পায়, পারফরম্যান্স অনুযায়ী টাকা পায়। বোর্ডের এতে লাভ-ক্ষতি নেই।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “আশানুরূপ পারফর্ম না করলে কি আমরা ক্রিকেটারদের কাছ থেকে টাকা ফেরত চাই? তাহলে ক্ষতিপূরণ দেওয়ার যুক্তি কোথায়?”

নাজমুল ইসলামের বক্তব্যে ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন ওঠে। তিনি দাবি করেন, “আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক ট্রফি আনতে পারিনি। তাহলে প্রতিবারই তো বলা যেতে পারে—যা খরচ করেছি, তা ফেরত দাও।” ভবিষ্যতে ‘পারফরম্যান্সভিত্তিক পারিশ্রমিক কাঠামো’ চালুর সম্ভাবনার কথা উল্লেখ করলেও তিনি জানান, এটি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের বিষয়, যেখানে তিনি ২৫ জন পরিচালকের মধ্যে একজন মাত্র।
নাজমুল ইসলামের এমন কঠোর ও বিদ্রূপাত্মক মন্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যার প্রেক্ষিতে বোর্ডকে এই সাফাই দিতে হলো

আরো পড়ুন

সর্বশেষ