একটি বিশেষ অভিযানের মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেলসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তার কাছ থেকে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল ব্যবহার করে তিনি যেকোনো সময় এলাকায় বড় ধরনের সহিংসতা ঘটাতে পারতেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যেই তিনি এসব মারণাস্ত্র মজুত করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই ব্যক্তি একজন পেশাদার অপরাধী। এর আগেও ২০২০ সালে তাকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তার সঙ্গে আরও দুই সহযোগীকেও হাতেনাতে আটক করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেল থেকে বের হয়ে তিনি পুনরায় অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠেন।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রের নেপথ্যে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
যশোরে বড় ধরনের নাশকতার ছক নস্যাৎ: অস্ত্র ও ককটেলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

