যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না পাওয়ায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কোপালো প্রতিবেশী

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর শহরের পালবাড়ি মোড় সংলগ্ন তাকওয়া মসজিদ গলি এলাকায় মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে তরিকুল ইসলাম (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী এক যুবক। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এই নৃসংস হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্জেন্ট (অব.) তরিকুলের মেয়ের বিয়েতে দাওয়াত না পাওয়ায় প্রতিবেশী ইয়ামিন (৩০) দীর্ঘ দিন ধরে ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়ামিন তরিকুলের বাড়িতে গিয়ে এই বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে ইয়ামিন হাতে থাকা কুড়াল দিয়ে তরিকুলের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। তরিকুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ইয়ামিন দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়রা তরিকুলকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তরিকুলের মাথায় ও মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী ইয়ামিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পালবাড়ি এলাকায় এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা এই জঘন্য হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ