বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যেসব রিকশা ও অটোরিকশা চালক সক্রিয়ভাবে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিলেন, মূলত তাদের সম্মানেই এই সভার আয়োজন করা হয়। বিপ্লবের সফলতায় এই শ্রমজীবী মানুষদের অবদানকে দলীয়ভাবে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।
সূত্র জানায়, গুলশান কার্যালয়ের নিচতলায় চালক নেতাদের বসার বিশেষ ব্যবস্থা করা হয়। তারেক রহমান মঞ্চে না থেকে সরাসরি প্রতিটি চালকের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন। এসময় চালক নেতারা তাদের পেশাগত নানা বৈষম্য, দৈনন্দিন জীবনযাত্রার সংকট এবং রাজপথে হয়রানির কথা বিস্তারিত তুলে ধরেন। তারেক রহমান অত্যন্ত ধৈর্য সহকারে তাদের কথা শোনেন।
সভায় তারেক রহমান উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অপরিসীম। তিনি ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনর্গঠনে এই চালক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় চালক প্রতিনিধিরা বিএনপির শীর্ষ নেতৃত্বের এমন আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গুলশানে রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

