যশোরের কেশবপুরে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাসামগ্রী বিতরণ এবং অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) পাজিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিআরডিবি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কেশবপুর।
‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প’ (ইরেসপো-২য় পর্যায়)-এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কিশোরীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতন করেন। তিনি বিশেষ গুরুত্বারোপ করেন:
* বাল্যবিবাহ প্রতিরোধ: অল্প বয়সে বিয়ের ক্ষতিকর দিক ও আইনি প্রতিকার।
* ইভটিজিং ও নিরাপত্তা: যেকোনো হয়রানির বিরুদ্ধে সাহস জোগানো।
* সামাজিক যোগাযোগ মাধ্যম: ফেসবুক বা ইন্টারনেটের সর্তকতামূলক ব্যবহার।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সন্তানদের পর্যাপ্ত সময় দিন। তাদের মনের কথা শুনুন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন যাতে তারা যেকোনো সমস্যা আপনাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারে।”
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি যশোরের উপ-পরিচালক জনাব বি এম কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন:
* জনাব মো: ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল), যশোর।
* স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিআরডিবি-র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকল্পের আওতাভুক্ত কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণের পাশাপাশি চেক ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

